বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কাউখালীতে পণ্যবাহী ট্রলার ডুবি এক শ্রমিকের লাশ উদ্ধার

কাউখালীতে পণ্যবাহী ট্রলার ডুবি এক শ্রমিকের লাশ উদ্ধার

কাউখালীতে পণ্যবাহী ট্রলার ডুবি এক শ্রমিকের লাশ উদ্ধার

কাউখালী, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে মালবাহী ট্রলি বেল্লাল হোসেন (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে পণ্যবাহী ট্রলারটি ডুবে গেলে ট্রলারে থাকা তিন শ্রমকি নিখোঁজ হয়। এদের দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও শ্রমিক বেল্লাল নিখোঁজ রয়।

পরে আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আমরাজুড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সন্ধ্যা নদী হতে স্থানীয় ডুবুরীরা অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারের ভিতর হতে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহত বেল্লাল পিরোজপুর সদর উপজেলার শারীকতলা গ্রামের ইউনুছ খলিফার ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে এম.ভি মায়ের দোয়া নামে একটি পণ্যবাহী ট্রলার ঝালকাঠি মোকাম থেকে মাল বোঝাই করে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে গাব খান চ্যানেলে এসে ট্রলারের সুকান ছিঁড়ে যায়। ট্রলার থাকা শ্রমিকরা অন্য একটি ট্রলারের সাহায্যে কাউখালীর সন্ধ্যা নদী তীরবর্তী কুমিয়ান গ্রামের বালির গোলার পাশে নোঙ্গর করে অবস্থান নেয়। ভোর রাতে হঠাৎ করে ট্রলারটি ডুবতে শুরু করলে ট্রলারে থাকা তিন জনের মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। এসময় শ্রমিক বেল্লাল ট্রলারের ভেতরে আটকা পড়ে।

ডুবে যাওয়া ট্রলারে বোঝাইকৃত আটা, ময়দা, খৈল, ভোজ্য তৈল, মুদি মনোহরী মালসহ প্রায় ৪০০ বস্তা মালামাল ডুবে যায়। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, ও আমরাজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুদ্দোহা চাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাউখালীর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিঁখোজ শ্রমিকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পণ্যসহ ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত