সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

আখাউড়ায় এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৩ জন

আখাউড়ায় এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৩ জন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণভাবে এসএসসি বা সমমান পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ১৫২৭জন ছাত্রছাত্রী। প্রথম দিন অনুপস্থিত ছিল ৩জন। এর মধ্যে ছাত্র ১জন এবং ছাত্রী ২জন। এবছর আখাউড়ার মোট পরীক্ষার্থী ২১৫৯জন। এর মধ্যে ছাত্র ৮৯৫জন এবং ছাত্রী ১২৬৪জন। ছাত্রের চেয়ে ছাত্রী বেশি। উপজেলার ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মোগড়া উচ্চ বিদ্যালয় এবং ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজ।

আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর খান বলেন, নিয়মিত পরীক্ষার্থীরা প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে। অনিয়মিত পরীক্ষার্থীরা নিজ নিজ বিষয়ের দিন পরীক্ষা দিবে। অনুপস্থিত পরীক্ষার্থীর বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে খোঁজ নিতে বলা হয়েছে।

এবিএন/হান্নান খাদেম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত