
ঢাকা, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলাকারীরা অনুপ্রবেশকারী বলে আশঙ্কা প্রকাশ কর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বলা হচ্ছে, পুলিশের ভ্যান থেকে দুজনকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কারা এই হামলা চালিয়েছে, তাদের আমরা চিনতে পারছি না। আমরা আশঙ্কা করছি, তারা অনুপ্রবেশকারী। তাদের সম্পর্কে আমরা কোনো কিছু জানি না। আমরা ধারণা করছি, নাশকতার করার জন্য তারা এটা করেছে।’
গতকাল বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে থেকে প্রিজন ভ্যান ভাঙচুরের ঘটনা ঘটে এবং সেখান থেকে দুই বিএনপি কর্মীকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।