![ঝালকাঠি পুলিশ সুপারের কাছে মাদক ব্যবসায়ী ও সেবীর আত্মসমর্পণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/01/madok-sabe_abnews_123749.jpg)
ঝালকাঠি, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝালকাঠি পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমানের মাদক নির্মুলের কঠোর নির্দেশনা ও প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার অভিযান অব্যহতসহ মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসলে পুলিশের সহয়তার কাউন্সিলিং এর সুফল ৭ মাদক ব্যবসায়ী ও সেবনকারী স্বেচ্ছায় আত্মসমর্পণ।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমানের কাছে ৭ মাদক ব্যবসায়ী ও সেবনকারী আত্মসমর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার ওসি মোঃ তাজুল ইসলাম, ডিবির ওসি কামরুজ্জামান মিয়া, নলছিটি থানার ওসি তদন্ত আব্দুল হালিম তালুকদার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা হল, ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার আবুল হোসেনের পুত্র মেহেদী হাসান, নলছিটি উপজেলার সুবিদপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের পুত্র মোঃ রাজু, ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠী এলাকার সবুর হাওলাদারের পুত্র ফিরোজ হাওলাদার, ঝালকাঠি সদর উপজেলার নেছারাবাদ এলাকার মৃত মোঃ চান্দু হাওলাদারের পুত্র মোঃ কালু, ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠী এলাকার মসিউর রহমানের পুত্র মিজানুর রহমান, বরগুনা জেলার বেতাগী উপজেলার কাদিরাবাদ গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদারের পুত্র মোঃ মহিরুজ্জামান, ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠী এলাকার মৃত আলী আহম্মদএর পুত্র মোঃ ফিরোজ হাওলাদার।
এ সময় নতুন জীবনে ফিরে আসা ৭ জনকে অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান বলেন, মাদকসহ সকল অপরাধ কর্মকান্ড ছেড়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে পুলিশ সবসময় পাশে থাকবে। মাদক ব্যবসায়ীদের হুশিয়ারী দিয়ে বলেন, ঝালকাঠি জেলায় কোন মাদক ব্যবসায়ী কিংবা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকলে কঠোর হস্তে দমন করা হবে।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/এমসি