![নীলফামারীতে প্রথম দিন সুষ্ঠভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/01/nilpamari_abnews24 copy_123763.jpg)
নীলফামারী, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে এবার নীলফামারীতে ২০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৭১২ ও ছাত্রী ১০ হাজার ১০৩ জন পরীক্ষার্থী।
জেলায় ৪১টি কেন্দ্রে এসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে এসএসসি ২৩, দাখিল ৭, দাখিল ভকেশনাল ৫ ও এস এস সি ভকেশনাল ৬টি কেন্দ্র রয়েছে। দাখিল পরীক্ষায় ছাত্র ১ হাজার ৮৬২ ও ছাত্রী ১ হাজার ৭৩৪ জন। দাখিল ভকেশনাল ছাত্র ৫৪ ও ছাত্রীর সংখ্যা ১৫ জন।
এসএসসি ভকেশনালে ছাত্র ১ হাজার ৩১৩ জন ও ছাত্রী ৩০০ জন রয়েছে। তুলনামুলকভাবে এবারে ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশী রয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, নীলফামারী জেলায় ৪১টি কেন্দ্রের মাধ্যমে ২০ হাজার ৮১৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তিনি বলেন, সকল কেন্দ্রে সুষ্ট ও সুন্দরভাবে পরীক্ষা চলছে।
শিক্ষা শাখার সহকারী কমিশনার পুদম, পূম্প চাকমা বলেন, জেলায় এসএসসী ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৮১৫ জন। জেলার ছয় উপজেলায় ৪১টি কেন্দ্রে এই পরীক্ষা নিয়মমাফিক চলছে।
তিনি বলেন, এখন পর্যন্ত অনুপস্থিতির কোন খবর পাওয়া যায়নি। পরীক্ষা চলাকালিন প্রত্যেকটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/এমসি