![আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার খবরে আনন্দিত কিশোরগঞ্জবাসী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/01/kisorgoang_abnews24 copy_123768.jpg)
কিশোরগঞ্জ, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ আওয়ামী লীগ পুণরায় আবদুল হামিদকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। ভাটির শার্দুল কিশোরগঞ্জের কৃতি সন্তান, মো.আবদুল হামিদ আবারও দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হচ্ছেন এ খবরে কিশোরগঞ্জের হাওরসহ জেলাবাসীর মাঝে আনন্দ দিখা দিয়েছে। পুরো হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণের ও খবর পাওয়া গেছে।
আবদুল হামিদ দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবেন বলে আশা করছেন কিশোরগঞ্জবাসি। তিনি দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হলে দেশ ও জাতির উন্নতি হবে।
কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আছাদুল্লাহ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে পরপর দুইবার আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। তিনি এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল জানান, আবদুল হামিদ আবারো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড গতকাল বুধবার সন্ধ্যায় আবারো দ্বিতীয় মেয়াদের জন্যে গণমানুষের নেতা ও প্রবীন আওয়ামী লীগ নেতা আবদুল হামিদকে পুণরায় রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন। আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/এমসি