![চিতলমারীতে এসএসসি সমমানের পরীক্ষা শুরু, অনুপস্থিত ১২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/01/exam_abnews_123772.jpg)
বাগেরহাট, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চলতি বছরের এসসি, দাখিলসহ সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় এ উপজেলায় ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান জানান, এ বছর এ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা দাখিল সহ ৪টি ও তিনটি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলার চারটি কেদ্রে দুই হাজার ২৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এরমধ্যে অনুপস্থিত রয়েছে ১২ জন।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ জানান, সকল পরীক্ষা কেন্দ্র প্রশাসনের নজরদারিতে রয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবিএন/এস এস সাগর/জসিম/এমসি