বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সেনবাগে নাশকতার অভিযোগে গ্রেফতার ৩

সেনবাগে নাশকতার অভিযোগে গ্রেফতার ৩

সেনবাগ (নোয়াখালী), ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ৮ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার অভিযোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার (৪৫), উপজেলা যুবদল সভাপতি মির্জা মোস্তফা (৪৩) ও কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সামছল হক সামু (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে সেনবাগ থানার এস.আই সাইফুল ইসলাম ও এস.আই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ মির্জা মোস্তাকে পৌর শহরের কাদরা ও চেয়ারম্যান বাহারকে ইয়ারপুর এবং সামুকে চৌমুহনী থেকে গ্রেফতার করা হয়।

সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, ৮ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে তারা নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে। এ ব্যপারে সেনবাগ থানায় মামলা নং- ০১, তারিখ- ০১/০২/১৮ইং দায়ের করা হয়েছে।

এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত