শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দেবপুরে দেশীয় কাটা বন্ধুকসহ ২ জন আটক

দেবপুরে দেশীয় কাটা বন্ধুকসহ ২ জন আটক

কুমিল্লা, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুমিল্লার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুর এলাকায় একটি সবজি বাহী পিকআপভ্যান তল্লাশী করে ৭টি দেশীয় তৈরী কাটা বন্দুকসহ ২জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটায় তাদরেকে আটক করে দেবপুর ফাড়ি পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানান, মাদক ও অস্ত্র উদ্ধারের নিয়য়মতি তল্লাশির অংশ হিসেবে মহাসড়কের দেবপুর ফাঁড়রি সামনে একটি সবজি বোজাই পিকআপ ভ্যানকে তল্লাশীর জন্য সিগনাল দেয় পুলিশ। এসময় গাড়িতে থাকা দুই যাত্রী দৌড়ে পালিয়ে যায়। এতে চালক ও হেলপারের কথার্বাতা ও গতিবিধি সন্দেহ হয় পুলিশের।

পরে গাড়িটি তল্লাশী করে সবজির নিচ থেকে প্লাস্টিকের একটি সাদা বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তার ভিতর থেকে ৭টি কাটা বন্দুক উদ্ধার করে করা হয়। এ সময় গাড়রি চালক রুবলে ও হেলপার আল-আমিনকে আটক করে পুলিশ।

আটকৃতদরে জিজ্ঞিাসাবাদে জানা যায়, পিকআপ ভ্যানটি কক্সবাজাররে চকরিয়া থেকে আসে এবং ব্রাহ্মণবাড়য়িার নবীনগররে উদ্দেশ্যে যাচ্ছিল।

আটক ড্রাইভার রুবলে কক্সবাজাররে চকরয়িা উপজেলার মানিকপুর গ্রামরে আব্দুল রাকীমের ছেলে এবং হেলপার আল-আমিন একই উপজলোর মগপাড়াবিল এলাকার নুরুল আমিনের ছেলে।

এবিএন/শাকিল মোল্লা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত