মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক এ্যাম্বুলেন্স প্রদান

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক এ্যাম্বুলেন্স প্রদান

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক এ্যাম্বুলেন্স প্রদান

পাইকগাছা (খুলনা), ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের প্রচেষ্টায় অত্যাধুনিক মানের এ্যাম্বুলেন্স পেয়েছে। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার বিকালে সচিবলায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের নিকট চাবি প্রদান করার মাধ্যমে নতুন এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বৃহস্পতিবার সকালে এ্যাম্বুলেন্সটি এলাকায় পৌছালে তা জন সাধারণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাখা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ প্রশান্ত মন্ডল, ডাঃ মিঠুন দেবনাথ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, নার্গিস বানু ও সাজেদা পারভীন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, জেলা শহর থেকে অত্র উপজেলার দূরত্ব ৬৬ কিলোমিটার, যার ফলে পুরাতন এ্যাম্বুলেন্সে রোগী বহন নিয়ে সাধারণ মানুষের চরম দূর্ভোগ পেতে হতো। নতুন এ অত্যাধুনিক এ্যাম্বুলেন্সের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য রোগীকে অতিদ্রুত অনত্র পাঠানো সহজ হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত