
পাইকগাছা (খুলনা), ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : খুলনায় পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী শিবসা নদীর শিববাটী ব্রীজ হতে সোলাদানা খেয়াঘাট পর্যন্ত দ্রুত খননের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে নাগরিক কমিটি কার্যালয়ে এ অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শেখ আব্দুস সোবহান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, আলহাজ্ব আজিজুল করিম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, জেলা হ্যাচারী চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, গাজী শহিদুল ইসলাম খোকন, গাজী আব্দুস সামাদ, শিবপদ মন্ডল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় এলাকার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক