শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
হাজারো মানুষের উপস্থিতিতে

সুনামগঞ্জে মেয়র জগলুলের জানাজা সম্পন্ন

সুনামগঞ্জে মেয়র জগলুলের জানাজা সম্পন্ন

সুনামগঞ্জ, ০২ ফেব্রুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জের টানা ২ বারের পৌর মেয়র আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য আয়ুব বখত জগলুলের স্মরণকালের ঐতিহাসিক নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মরদেহ তাঁর পারবারিক কবরস্থানে শায়িত করা হয়। আজ শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ ষ্টেডিয়াম মাঠে হাজারো মানুষের উপস্থিতে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা নামাজের আগে আয়ুব বখত জগলুলের কর্মময় বর্ণাঢ্য রাজনৈতিক ও পারিবারিবারিক জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মতিউর রহমান, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড পীর ফজলুর রহমান মিসবাহ, হবিগঞ্জের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড আব্দুল মজিদ,

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ ডন, জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খাঁন। নিহত মেয়রের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বখলুল বখত ও মেয়র পুত্র আসওয়াদ বখত রাজ প্রমুখ। জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন শায়েখে মাওলানা নুরুল ইসলাম খাঁন। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম সিলেট মহানগর সভাপতি এডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের, সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়র, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানবৃন্দ, জেলা জামায়াতের আমীর মৌলানা তোফায়েল আহমদ খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। জানাজার পুর্বে আরপিননগরস্থ বাসভবন থেকে মেয়রের মরদেহটি শেষ শ্রদ্ধা জানাতে পৌরসভা চত্বরে আনা হয়। এ খবর আগে থেকেই জানানো হলে সকাল ১০ টা থেকে পৌর চত্বরে অপেক্ষামান থাকেন শোকাহত জনতা।

মেয়রকে শেষবারের মতো এক নজর দেখার আকুতি নিয়ে শহর ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চল ছাড়াও সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন ভক্তনুরাগীরা। ঘড়ির কাটা ১১ টা বাজতেই মরহুমের লাশ কফিনে করে বাসবভন থেকে শোকার্তরা শব্দহীন শোক গেঁেথ নিয়ে আসেন পৌরসভা চত্বরে। এসময় অন্য রকম এক হ্নদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শেষ শ্রদ্ধা জানাতে অসংখ্য সংগঠন শ্রদ্ধাঞ্জলী নিয়ে এসেছেন। একে একে চলে শ্রদ্ধ নিবেদন। শ্রদ্ধা নিবেদন করেন, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, দিরাই-শাল্লার সংসদ সদস্য ড.জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর পক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আইনজীবী সমিতি, জেলা প্রাথমিক সমিতি, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও সুনামগঞ্জ জেলা কমিটি ,

সুনামগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা যুবলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগসহ সর্বস্তরের জনতা। শ্রদ্ধা নিবেদন চলে জুম্মার নামাজের আগ পর্যন্ত। অপরদিকে পৌরসভার সামনে শোক বহিতে অনেকেই মন্তব্য লেখছেন এই শহর পিতাকে ঘিরে। এ করুন দৃশ্য পুরো চত্বরই যেন শোকের জলে ভাসা। পৌর মেয়রের চেয়ারখানা পড়ে আছে খালি আর তিনি শায়িত আছেন কফিনে। এই চিরচেনা শহর যেন তাঁকে ছাড়তে চায় না। প্রয়াত পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীন এর “এ শহর ছেড়ে পালাবো কোথায়” কবিতা ভেসে উঠে আকাশে। জুম্মা শেষে মরদেহটি জানাজার জন্য নিয়ে আসা হয় ষ্টেডিয়াম মাঠে।

লাখো লাখো মানুষের ঢল নামে জানাজায়। জানাজা শেষে মরহুমের লাশ তাঁর পারিবারিক কবরস্থান আরপিননগরে দাফন করা হয়। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশ শেষে জগলুল সিলেট থেকে ঢাকায় চলে যান। সেখানে আবাসিক হোটেল আল ফারুকে রাত্রিযাপন করেন। হঠাৎ করে সকালে মেয়র বুকে তীব্রব্যাথা অনুভব করলে সঙ্গীরা তাকে চিকিৎসার জন্য ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। এ সময় অবস্থার ক্রমশ অবনতি হলে সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে পথে বিআরবি নামক একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত