![পাইকগাছায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/02/02.02.18-2_123947.jpg)
পাইকগাছা (খুলনা), ০২ ফেব্রুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজের সভাপতিত্বে “নিরাপদ খাদ্যে ভরব দেশ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম.বাবর আলী।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরুন বালা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর।
প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাহার আলী, সি,এ গোলাম সরোয়ার, খাদ্য ব্যবসায়ী জি,এম, ইকরামুল ইসলাম, পবিত্র মন্ডল, প্রণব কান্তি মন্ডল, উত্তম দাশ, বিশ্বনাথ দাশ, আব্দুর রাজ্জাক সরদার ও বারিক গাজী।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক