বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চিতলমারীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

চিতলমারীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

বাগেরহাট, ০২ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাগেরহাটে চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ ও পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় দু’পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে উপজেলার রহমতপুর পূর্বপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ পড়ে মুসল্লিরা বের হওয়ার পর স্থানীয় বাদশা মীর (মাস্টার) ও লতিফ মীরের লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, লতিফ গ্রুপের রুবেল মীর (৩৫), রুমেল মীর (৩০), জামিলা বেগম (৫৫), রায়হান মীর (১৫), ৭ মাসের অন্তঃস্বত্বা গৃহবধূ রুমি বেগম (২৫), রহমান মীর (৬০) ও প্রতিপক্ষ গ্রুপের বাদশা মাষ্টার (৫৫), আলমগীর শেখ (৩৫), বাবলু শেখ (৪০), রুনু বেগম (৩০), জাহাঙ্গীর শেখ (৩০) ও ইকবাল শেখ (২৫)। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ ও পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লতিফ মীর জানান, পূর্ব বিরোধের জের ধরে জুম্মার নামাজ পড়ে তার লোকজন বের হলে বাদশা মাষ্টার ও স্থানীয় ইউপি সদস্য এবং কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা শেখের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে তার পক্ষের এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূসহ ৬-৭ জন আহত হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ও কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা শেখ জানান, লতিফ মীর আওয়ামী লীগের একজন হাইব্রীড নেতা। স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে তাকে দাওয়াত না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে বাদশা মাষ্টারে লোকজনের উপর হামলা চালিয়েছে। এ সময় এক মহিলাসহ ৫-৬জন আহত হয়েছেন।

তবে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, বাদশা মীর ও লতিফ মীর দু’জন চাচাত ভাই। তাদের মধ্যে মারপিটের ঘটনায় দু’জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে মোল্লাহাট ও অন্যজনকে টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এবিএন/এস এস সাগর/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত