শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হোসেনপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

হোসেনপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনাসভায় এসে মিলিত হয়। পরে ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ।

আরও বচক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.খলিলুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. অহিদউল্লাহ, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, ব্যবসায়ী রবি হোসেন প্রমুখ।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত