![জগন্নাথপুরে নিরাপদ খাদ্য দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/03/rally_abnews_124010.jpg)
জগন্নাথপুর (সুনামগঞ্জ), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জগন্নাথপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
গতকাল শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরারের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল হান্নান কামাল, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, সাংবাদিক আব্দুল ওয়াহিদ প্রমুখ।
এছাড়া র্যালিতে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, ব্যবসায়ী শুশান্ত কুমার রায়, পরিসংখ্যান অফিসের আব্দুল মতিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এবিএন/রিয়াজ রহমান/জসিম/এমসি