শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হাতীবান্ধায় ১৭ কর্মকর্তার মধ্যে ১১ কর্মকর্তাই নেই

হাতীবান্ধায় ১৭ কর্মকর্তার মধ্যে ১১ কর্মকর্তাই নেই

হাতীবান্ধায় ১৭ কর্মকর্তার মধ্যে ১১ কর্মকর্তাই নেই

লালমনিরহাট, ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের অনেক সরকারী দপ্তরের অধিকাংশ পদ কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য থাকায় জোড়াতালি দিয়ে চলছে উপজেলা প্রশাসন। খোদ উপজেলা পর্যায়ের ১৭ কর্মকর্তার মধ্যে ১১ জন কর্মকর্তার পদেই শুন্য থাকায় সরকারী কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

ফলে যেমন কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে কাজ করতে হিমশিম খাচ্ছে। তেমনি কর্মকর্তা-কর্মচারী শূন্য দপ্তরগুলির কার্যক্রম স্থবির হয়ে পরেছে। অপরদিকে সাধারণ মানুষ ওইসব দপ্তরের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, ওই উপজেলার ভুমি কমিনশার (এসি), শিক্ষা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, খাদ্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বন বিভাগ কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে একাধিক কর্মকর্তা ও কর্মচারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য অবস্থায় রয়েছে।

হাতীবান্ধা উপজেলা সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন জানান, হাতীবান্ধা উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীর পদ শুন্য থাকায় আমরা উপজেলাবাসী সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে একাধিক বার জেলা উন্নয়ন সমন্বয় সভায় কথা বলেছেন। পাক্ষিক গোপন প্রতিবেদনে বিষয়টি উচ্চ পর্যায়ে অবগত করার পাশাপাশি জনবল চেয়ে বিভিন্ন অধিদপ্তরে পত্র দিলেও কোনো সুফল পায়নি।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত