![সুনামগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, আটক ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/03/arrest_abnews_124020.jpg)
সুনামগঞ্জ, ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জ পৌরসভার গনিপুর গ্রাম থেকে নারী নির্যাতন মামলার আসামি ও গনিপুর মসজিদের ইমাম আতাউর রহমানকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসার পথে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, আতাউরকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসার সময় আতাউরের স্বজন ও গনিপুর গ্রামের বেশ কয়েকজন নারী পুরুষ পুলিশের উপর হামলা করে আসামী আতাউরকে ছিনিয়ে নিয়ে যায়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ডিসেম্বর মাসে সদর উপজেলার শাখাইতি গ্রামের মাওলানা রিয়াজ উদ্দিনের মেয়ে হাবিবা আক্তার বাদি হয়ে তার স্বামী আতাউর রহমান, দেবর কামরুল, শশুর আবুল কাশেম ও আবুল কালাম এবং ননদ সুচনা বেগম কে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি যৌতুকের মামলা দায়ের করেন।
মামলা দায়ের পর থেকে আসামী আতাউর ও তার স্বজনরা পলাতক ছিলেন। মামলায় উল্লেখ করা হয়, হাবিবার দেবর কামরুলকে বিদেশে পাঠানোর জন্য নগদ তিন লাখ টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে চাপ প্রয়োগ করছিলো শশুর বাড়ির লোকজন। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় হাবিবা আক্তারের উপরে চালানো হয় অত্যাচার নির্যাতন।
আজ শনিবার সকালে সদর মডেল থানার এস আই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল গনিপুর এলাকায় মুলআসামী ও গনিপুর জামে মসজিদের ইমাম আতাউর রহমান কে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই করে নিয়ে যায় আতাউরের স্বজন ও সহযোগিরা।
পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষনিকভাবে ৬জনকে আটক করে। এ ঘটনায় আরও একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি