শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আড়াইহাজারে সততার পরিচয় দিলেন এক পুলিশ কনেস্টবল

আড়াইহাজারে সততার পরিচয় দিলেন এক পুলিশ কনেস্টবল

আড়াইহাজারে সততার পরিচয় দিলেন এক পুলিশ কনেস্টবল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কনেস্টবল সিএনজির সিটে ৩০ হাজার টাকা পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন। এতে করে গোটা পুলিশের ভাবমূূর্তি নষ্ট হয়ে থাকে।

তবে কনেস্টবল রতন মিয়ার ব্যতিক্রমী ঘটনায় অনেকেই মুগ্ধ হয়েছেন। টাকা পেয়েও তিনি তার প্রতি লোভ করেননি। উপযুক্ত মালিকের হাতে তিনি তা তুলে দিয়েছেন। এতে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে অনেকে মনে করেন।

কনেস্টবল রতন মিয়া জানান, আজ শনিবার সকাল সাড়ে ৯টায় থানার মোড় থেকে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রের যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে ওঠি। পরে সিটের মধ্যে একটি প্যাকেটে মোড়ানো টাকাগুলো পাওয়া যায়। পরে তদন্ত ওসি শফিকুল ইসলামের কাছে জমা রাখি। উপযুক্ত প্রমাণ পেয়ে নরসিংদী এলাকার বাছেদ নামে এক ব্যাক্তির হাতে ৩০ হাজার টাকা তুলে দেয়া হয়। তার বেজ নং-১২৬৪।

আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, পুলিশের কনেস্টবল রতন মিয়া সিএনজির সিটে ৩০ হাজার টাকা কুঁিড়য়ে পায়। পরে উপযুক্ত প্রমাণ দেয়ায় উক্ত টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়েছে।

এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত