শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হোসেনপুরে হল সুপারসহ দুই শিক্ষককে অব্যাহতি

হোসেনপুরে হল সুপারসহ দুই শিক্ষককে অব্যাহতি

হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে হল সুপারসহ দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার সকালে কেন্দ্রের ভেন্যু পরিদর্শন করে এ অব্যাহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- হল সুপার শফিকুল ইসলাম, কক্ষ তথ্যবেক্ষক শিক্ষক শাহানা সুলতানা ও মো. আমিনুল ইসলাম।

ইউএনও আবদুল্লাহ আল মামুন জানান, হোসেনপুর পাইলট বালিকা কেন্দ্রের আওতায় হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজ ভেন্যুতে আজকের এসএসসি’র বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিলো। ভেন্যু পরিদর্শন করতে গিয়ে হল সুপার শফিকুল ইসলামের কাছে এনড্রয়েট মোবাইল ফোন পাওয়া যায়।

এছাড়াও শিক্ষক শাহানা সুলতানা ও আমিনুল ইসলাম দায়িত্ব পালনে অবহেলা করেন। পরে হল সুপারসহ দুই শিক্ষককে প্রত্যাহার করা হয়।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত