শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩ ইউপি সদস্যসহ আটক ২০
জুয়া খেলার অভিযোগে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩ ইউপি সদস্যসহ আটক ২০

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩ ইউপি সদস্যসহ আটক ২০

সুনামগঞ্জ, ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজারের সৌদি প্রবাসী জমির আলীর ঘরে জুয়া খেলার অভিযোগে ৩ ইউপি সদস্যসহ ২০ জনকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বোগলাবাজার এলাকায় একটি ঘরে অভিযান চালিয়ে ২০ জুয়ারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরোদ্ধে দোয়ারাবাজার থানার এসআই মঞ্জুরুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটকৃতরা হলেন, বোগলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তোতা মিয়া, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম নান্টু ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকবর আলী।

অন্যান্য আটককৃতরা হলেন, দেলোয়ার হোসেন, আবুল হাসেম, ফয়জুল করিম, জামিল খান, উজ্জ্বল খান, ফজর আলী, খুরশিদ আলম, ইসমাইল, আমির হোসেন,আবুল হোসেন, রিপন মিয়া, শহীদ মিয়া, সুহেল মিয়া, হেলাল উদ্দিন, আব্দুল শহীদ বিল্লাল মিয়া। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস বলেন, দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজারে জুয়া খেলার সময় ২২ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে আদালতে চালান করা হবে। আটককৃতদের মধ্যে বোগলা ইউনিয়ন পরিষদের তিনজন ইউপি সদস্যও রয়েছে। পুলিশ দোয়ারাবাজারের অসামাজিক ও অবৈধ কার্যকলাপ বন্ধে তৎপর রয়েছে।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত