শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চকরিয়ায় শ্রমিকদল নেতা গ্রেফতার, প্রতিবাদে মিছিল

চকরিয়ায় শ্রমিকদল নেতা গ্রেফতার, প্রতিবাদে মিছিল

চকরিয়ায় শ্রমিকদল নেতা গ্রেফতার, প্রতিবাদে মিছিল

চকরিয়া (কক্সবাজার), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়া উপজেলা শ্রমিকদলের সাবেক সহ-সভাপতি রফিক আহমদ (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবাদে চকরিয়া-লামা-আলীকদম সড়ক পরিবহণ শ্রমিকরা মিছিল করেছে।

একপর্যায়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌছে প্রতিবাদকারীদের ধাওয়া দিলে তার পালিয়ে যায়। গতকাল শুক্রবার দিবাগত রাতে শ্রমিকদল নেতা রফিককে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরশহরের বাসটার্মিনাল এলাকায় প্রতিবাদ মিছিল বের করা হয়।

গ্রেফতারকৃত রফিক আহমদ উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি ছাড়াও চকরিয়া-লামা-আলীকদম সড়ক পরিবহণ শ্রমিক সংগঠনের সভাপতি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নাশকতা চেষ্টার অভিযোগে উপজেলা শ্রমিকদলের সাবেক সহ-সভাপতি রফিক আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে পরিবহণ শ্রমিকরা মিছিলসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত