চাঁদপুর, ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : মতলব দক্ষিণে এসএসসি পরীক্ষার ২য় দিনে মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে দায়িত্ব অবহেলার কারণে ৫ শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ শনিবার পরীক্ষা কেন্দ্রের ১ ও ২নং কক্ষে বাংলা ২য় পত্রের বহু নির্বাচনী প্রশ্নপত্র সঠিকভাবে বিতরণ না করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তার ৫ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করেন।
অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হচ্ছে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খোরশেদ আলম মজুমদার ও খোকন চন্দ্র দাস, নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের মোঃ বিল্লাল হোসেন, লাকসিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের মোঃ জহিরুল ইসলাম, আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের মিজানুর রহমান।
মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ বোরহান উদ্দিন খান জানান, পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্ব অবহেলার কারণে তাদেরকে অব্যহতি প্রদান করা হয়।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/এমসি