
লালপুর (নাটোর), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়ায় আজ শনিবার টিটিয়া মহেশ্বর হাজীর মোড় হইতে গোপালপুর রাজাপুর কালুর মোড় পর্যন্ত এবং দুর্গাপুর হাট কাশেমপুর হইতে রাম নারায়নপুর ত্রিমোহনী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে ও এলজিইডি নাটোরের বাস্তবায়নে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা দুটির কাজ সম্পন্ন হবে।
ফলক উন্মোচনের মাধ্যমে রাস্তা দুটির কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন- আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এমরান আলী, সদস্য ফিরোজ আল হক ভূইয়া, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু প্রমুখ।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/এমসি