![কয়রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের কাঁকড়া আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/03/khulna_abnews24 copy_124049.jpg)
কয়রা (খুলনা), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : উপজেলার জোড়শিং বাজার সংলগ্ন শাকবাড়িয়া নদীতে আজ ০৩ ফেব্রুয়ারি ভোররাতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে¡ প্রায় ৫শ কেজি কাঁকড়া আটক করে। যার আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা। অভিযানে নেতৃত্বে দেন কোস্টগার্ড আংটিহারা অফিসের কনটিনজেন্ট কমান্ডার জীবেশ পিও। টের পেয়ে ধুরন্দর কাঁকড়া পাচারকারী চক্র দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। সকালে বন বিভাগের নিকট সমুদয় কাঁকড়া হস্তান্তর করা হয়। পরে বন বিভাগ কোস্টগার্ড যৌথভাবে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজনদের উপস্থিতিতে আটক সমুদয় কাঁকড়া শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করেন।
এ সময় কোস্টগার্ড আংটিহারা অফিসের কনটিনজেন্ট কমান্ডার জীবেশ পিও, আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল, বনরক্ষী মনিরুজ্জামান, আব্দুল্লাহ,কোবাদক ফরেষ্ট ষ্টেশনের এফজি মোঃ দেলোয়ার হোসেন, আমিনুর রহমান, কোস্টগার্ডের মোঃ সেলিম, স্থানীয় ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মরিয়ম খাতুন সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। কনটিনজেন্ট কমান্ডার জীবেশ পিও আরো জানিয়েছেন সুন্দরবনের সম্পদ যারা অবৈধ উপায়ে আহরন করছে তাদের পাকড়াও করতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে গত ২ ফেব্রুয়ারি কপোতাক্ষ নদ থেকে ৫০ হাজার বাগদার পোনা আটক করে নদীতে অবমুক্ত করা হয়েছে।
এবিএন/শহিদুল্লাহ/জসিম/তোহা