![হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে র্যাবের অভিযান সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/03/abnews-24.bbbbbbbbbb_124059.jpg)
হবিগঞ্জ, ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে র্যাবের অভিযানে ১০টি ট্যাংক বিধ্বংসী রকেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি বাংকারের সন্ধান পাওয়া গেছে। র্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ আজ শনিবার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। কেউ যাতে এলাকায় বিশৃংখলা সৃষ্টি না করতে পারে সেজন্য নজরদারি থাকবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের কমান্ডিং অফিসার লে: কর্নেল আলী হায়দার আহাদ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান ও বিধান চন্দ্র কর্মকার । এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার আসম শামসুর রহমান ভ’ইয়া,সিনিয়র সহকারি পুলিশ সুপার এস এম রাজু আহমেদসহ শতাধিক পুলিশ সদস্য।
উল্লেখ্য, ২০১৪ সনের ৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত র্যাব-৯ এর সদস্যরা সাতছড়িতে অভিযান চালিয়ে পাহাড়ের গহীন অরন্য ও ত্রিপুরা পল্লীতে ৯টি ব্যাংকারের সন্ধান পায়। ওই সব ব্যাংকার ২টি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে ছিল ১টি রকেট লঞ্চার, ২২২টি কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেট চার্জার, ৪টি ৭.৬২ মিলিমিটার মেশিন গান, ওই মেশিনগানের অতিরিক্ত ব্যারেল ৫টি, ১২.৭ মিলিমিটার গুলি ১৩শ’ ২০টি, ৭.৬২ মিলিমিটার গুলি ১১ হাজার ৬৬৭টি, ১৯টি ম্যাগজিন, ১৩টি এমজি এমনেশন বক্স, ৪০৪টি ওয়েল ক্যান, ২টি বেল্ট ও আগ্নেয়াস্ত্র পরিষ্কারক ল্যান্সিড ওয়েল, ৪৬ আইএসও ভিসকো সিটি গ্রেট। ১৯ জুন আনুষ্ঠানিক ভাবে অভিযান স্থগিত করা হয়। এর ২ মাস ১০ দিন পর ২৯ আগষ্ট র্যাব পুনরায় সাতছড়ি এলাকায় অভিযান শুরু করে।
২ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন অভিযান চালিয়ে ৯টি এসএমজি, ১টি এসএমসি, ১টি বেটাগান, ১টি সেভেন পয়েন্ট সিক্স টু অটো রাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, ১টি স্পাইনার টেলিস্কোপ সাইড এবং ২ হাজার ৪শ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এসব মামলায় চুনারুঘাট থানা পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।
গত শুক্রবার রাতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় র্যাব-৯ অভিযানে নামে।
এবিএন/ নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা