![আখাউড়ায় মাদকসহ আটক ৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/03/abnews-24.bbbbbbbbbbb_124065.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : আখাউড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৫জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পৌরশহরের দেবগ্রাম ও লাল বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো দেলোয়ার হোসেন (৩৫), ইউনুছ মিয়া (২৯) আমজাদ খান (৪৭), রুহুল আমিন (২৩), পলাশ আহাম্মদ (৪৫। এসময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা, ১৮ বোতল হুইস্কি এবং ২২ বোতল ভারতীয় স্কফ উদ্ধার করেছে।
আখাউড়া থানার পুলিশের উপ-পরিদর্শক সরোজ রতন আচার্য্য বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক কারবারী। আজ শনিবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা