![ডোমারে ঢাকা ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/03/abnews-24.bbbbbbbbbbbb_124069.jpg)
নীলফামারী, ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : নীলফামারীর ডোমারে ঢাকা ব্যাংক লিমিটেডের উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের উত্তর খাটুরিয়া রেজি.সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার আয়োজনে ও স্থানীয় আওয়ামী লীগের সহযোগিতা এইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সহিদ আহম্মেদ সান্তুর সভাপতিত্বে ঢাকা ব্যাংক সৈয়দপুর শাখার এসপিও ইব্রাহিম আনোয়ার,এস,ও মো. আব্দুর রাজ্জাক ও চার্মিং এ সময় উপস্থিত থেকে শীতার্ত মানুষদের মাঝে গরম কাপড় বিতরন করেন। এস,ও আব্দুর রাজ্জাক জানান,সৈয়দপুর শাখার উদ্যোগে ডোমার সোনারায় ইউনিয়নের উত্তর খাটুরিয়া ও বসুনিয়ার হাট এলাকায় ৫৫৮ পিস গরম কাপড় বিতরন করা হয়েছে।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা