![দুর্গাপুরে শীত ও কুঁয়াশায় দিন মজুর সংকট, বোরো চাষ ব্যহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/03/abnews-24.bbbbbbbbbbbbbb_124071.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রাম গুলোতে মাঘের শীত, কনকনে বাতাস ও কুয়াশার কারনে দিন মজুর সংকটে চলতি বোরো চাষ ব্যাহত হতে চলেছে। আজ শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখাগেছে, মাঘের শীত ও কনকনে বাতাসের কারনে, ৩শত টাকার দিন মজুর ৫শত টাকাতেও পাওয়া যাচ্ছেনা। তবে পাহাড়ী অঞ্চলে আদিবাসী দিনমজুরদের চাহিদা অনেক বেশী থাকায় কেউ কেউ অগ্রিম টাকা দিয়েও কৃষিকাজে দিন মজুর পাচ্ছে না।
উপজেলার বারোমারী, লক্ষীপুর, ফান্দা, গোপালপুর, নলুয়াপাড়া, দাহাপাড়া, ভবানীপুর, বিজয়পুর, রানীখং, আড়াপাড়া গ্রাম গুলোতে দিন মজুর থাকলেও তাঁরা কৃষিকাজ ছাড়া অন্য কাজে আগ্রহ দেখাচ্ছে বেশী। সকাল ৮টার মধ্যে যারা কাজে যোগদিতো তাঁরা সকাল ১০টায়ও কাজে আসে না। প্রয়োজনের তাগিদে যদিও কেউ কেউ আসে বিকেল ৫টা বাজতেই কাজ ছেড়ে চলে যেতে চায় সকলে। এবার পাহাড়ী এলাকায় শীতের প্রভাব বেশী থাকায় প্রায়ই ঘনকুয়াশায় ঘিরে থাকে বিভিন্ন এলাকা গুলো। নি¤œ আয়ের মানুষের পাশাপাশি শিশু ও বয়স্কদের ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত। কাজের ফাঁকে ফাঁকে প্রতি ঘরেই খর-কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে সাধারণ মানুষ।
জাগিরপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, এভাবে যদি আর ১৫দিন চলতে থাকে, তাহলে আমার মতো অনেকেই এবারের বোরো আবাদ করতে পারবে না। দিনমজুরের অভাবে অনেক কৃষকই এখনো ধানের ক্ষেত তৈরী করতে পারেনি। ধানের চারা সংগ্রহের পরেও নির্ধারিত সময়ের মধ্যে যদি রোপন করতে না পারি, তবে ক্ষেত তৈরী করেই বা কি হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, ধানের এলাকা হিসেবে খ্যাত দুর্গাপুরে এবার বোরো আবাদের লক্ষ্য মাত্রা ১৫হাজার হেক্টর। আমার জানামতে এখনো অর্ধেক জমিও তৈরী হয়নি। এভাবে শীত ও কনকনে বাতাস চলতে থাকলে লক্ষ্য মাত্রা তো দুরের কথা স্থানীয় ভাবেই খাদ্য সমস্যা দেখা দিতে পারে।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা