![ক্ষেতলাল পৌরসভার উন্নয়ন কাজের শুভ সুচনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/03/12222_124120.jpg)
ক্ষেতলাল (জয়পুরহাট), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার মুন্দাইল মহল্লায় আজ শনিবার সকাল ১০ টায় ইটাখোলা-নিশ্চিন্তা রাস্তা হতে রহমানের বাড়ী পর্যন্ত ৩৫০ মিটার সিসি ঢালাই কাজের শুভসূচনা করেন ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম বুলু। ১৬ লক্ষ টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়নে ওই মহল্লার ২ শতাধিক পরিবারের প্রায় ৩ হাজার জনসাধারন চলাচলের সুবিধা ভোগ করবে।
ক্ষেতলাল পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ৩ কোটি টাকা উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে মুন্দাইাল মহল্লায় এ কাজের শুভ সুচনা করা হয়। এ সময় পৌর প্রকৌশলী আফতাব হোসেন, পৌর কাউন্সিলর দিলবর হোসেন, জুলফিকার আলী চৌধূরী, পৌর ঠিকাদার আঃ মান্নান, বেলাল হোসেন, মামুনুর রশিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/মিজানুর রহমান/জসিম/রাজ্জাক