![বোদায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/03/nirapod-pik_124122.jpg)
বোদা (পঞ্চগড়), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : “নিরাপদ খাদ্যে ভরবো দেশ’ সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের বোদাতে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং খাদ্য অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষে গত শুক্রবার উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এবিএন/মোঃ লিহাজ উদ্দীন মানিক/জসিম/রাজ্জাক