![ট্রেনে দুই পা কাটা রুবিনাকে দেখতে হাসপাতালে জাগপা ছাত্রলীগের নেতৃবৃন্দরা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/03/amu-dhaka_124123.jpg)
বোদা (পঞ্চগড়), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মেয়ে ট্রেনে দুই পা কাটা রুবিনাকে দেখতে জাগপা ছাত্রলীগ ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক আমির হোসেন আমিসহ একটি প্রতিনিধি দল গতকাল শুক্রবার সন্ধায় গিয়েছিল হাসপাতালে। ট্রেনে যখন পা টা কাটা যায় তখন তা উড়ে গিয়ে দুই তিন হাত দুরে পড়ে।
রুবিনাকে নিয়ে হাসপাতালে আসা ভ্যান চালক লালন বলেছেন "আমি যখন রেল লাইন থেকে আপাকে আনতে যাই তখন দেখি আপার পা জোড়া (হাটু থেকে থেকে নিচের অংশ) রেল লাইনের একপাশে পড়ে আছে আর আপা আরেকপাশে পড়ে আছেন। আমি প্রথম আপার পা দুইটি হাতে নিলাম, দেখলাম ভিতর থেকে হাড়গুড় ভেঙ্গে পড়ছে, আমি হাড়ের টুকরোগুলো পকেটে নিলাম যদি কোন কাজে লাগে। তারপর ভ্যানে তুলে আপাকে নিয়ে ঢাকা মেডিকেলে এসেছি। যদিও পা জোড়া আর কোন কাজে লাগেনি। মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজকর্ম ৯ম ব্যাচের রুবিনা আক্তারের কথা। রুবিনা আক্তার। খুবই সংগ্রামী একটি মেয়ে। বাবা গত হয়েছেন দুই বছর আগে। মা বিছানায় শয্যাশায়ী। বড় বোন মানসিক ভারসাম্যহীন। একমাত্র ছোট ভাই মোহাম্মদ রুবেল হোসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে পড়ালেখা করছেন। রুবিনা টিউশনি করে নিজের পড়াশুনার খরচের পাশাপাশি ভাইয়ের পাড়াশুনার খরচ ও পরিবারের ব্যায়ভার বহন করতেন। বর্তমানে তার উন্নত চিকিৎসা ও পুনর্বাসন এর জন্য আর্থিক সহযোগীতা প্রয়োজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষকবৃন্দ তার বিষয়ে বৈঠকে করেছেন। তার সাহায্যের জন্য ব্যাংক একাউন্ট খোলা হয়েছে। তাছাড়া ক্যাম্পাসে ফান্ড রাইজিং করবেন তার সহপাঠীরা। সবাইকে সাহাযার্থে এগিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এবিএন/মোঃ লিহাজ উদ্দীন মানিক/জসিম/রাজ্জাক