![লালপুর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/03/lalpur-(natore)-03.02.2018-_124137.jpg)
লালপুর (নাটোর), ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের নব গঠিত কার্যকরী কমিটির দায়িত্ব ভার গ্রহন ও শপথ অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস এর পরিচালক ও প্রেসক্লাবের উপদেষ্টা এম আর নাসিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সাহীন ইসলাম, লালপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, গৌরীপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, নব-নির্বাচিত সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাবের ২ বছর মেয়াদী কার্যকরী কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান সহকারী নির্বাচন কমিশনার মনজুর রহমান মিঠু।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমার জানামতে লালপুরের ইতিহাসে এই প্রথম ভোটের মাধ্যমে সাংবাদিকদের কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া, শপথ গ্রহন ও দায়িত্ব ভার গ্রহন সব হয়েছে বিধি মোতাবেক। আমি তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই ও তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/রাজ্জাক