বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ঠান্ডা-কাশিতে রসুন ও পেঁয়াজের মিশ্রণ

ঠান্ডা-কাশিতে রসুন ও পেঁয়াজের মিশ্রণ

ঢাকা, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠান্ডা-কাশি একটি অস্বস্তিকর সমস্যা। এ সময় শ্বাসতন্ত্রে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কফ, গলায় প্রদাহ, মাথাব্যথা, চোখে অস্বস্তি ইত্যাদি ঠান্ডা-কাশির লক্ষণ।

তবে জানেন কি, পেঁয়াজ ও রসুনের মিশ্রণ এ সমস্যা কমাতে অনেকটাই সাহায্য করে? রসুন ও পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, প্রদাহরোধী উপাদান। কফের বিরুদ্ধে এগুলো এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে।

এগুলোর প্রদাহরোধী উপাদান শ্বাসতন্ত্রের ঠান্ডা ও ফ্লু কমায়। এ ছাড়া পেঁয়াজ ও রসুন দুটোর মধ্যেই রয়েছে অ্যালিসিন। এটি একটি শক্তিশালী ওষুধীয় উপাদান।

যা লাগবে

* দুই কাপ পানি (৫০০ মিলিলিটার)

* ১/২ মধ্যম পেঁয়াজ

* দুটি রসুনের কোয়া

যেভাবে তৈরি করবেন

* প্রথমে একটি প্যানে দুই কাপ পানি নিয়ে মধ্যম আঁচে সেদ্ধ করুন।

* রসুন ও পেঁয়াজ কুচি করে কেটে নিন।

* পানি সেদ্ধ হয়ে এলে এর মধ্যে রসুন ও পেঁয়াজ কুচি দিন।

* চুলার আগুন নিভিয়ে এভাবে দুই থেকে তিন মিনিট রাখুন।

* ঠান্ডা হয়ে এলে পান করুন।

যেভাবে খাবেন

আধা কাপ করে দিনে দুই থেকে তিনবার এটি পান করতে পারেন। খাওয়ার সময় কোনো সমস্যা মনে করে হলে খাওয়া বন্ধ করে দিন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত