বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খালেদা জিয়ার রায় নিয়ে অরাজকতা করতে দেয়া হবেনা: মোশাররফ হোসেন

খালেদা জিয়ার রায় নিয়ে অরাজকতা করতে দেয়া হবেনা: মোশাররফ হোসেন

খালেদা জিয়ার রায় নিয়ে অরাজকতা করতে দেয়া হবেনা: মোশাররফ হোসেন

ফরিদপুর, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, খালেদা জিয়ার রায় নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবেনা। যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে জনগনই ব্যবস্থা নিবে। বিচার চলবে তার নিজস্ব গতিতে। খালেদার বিচার নিয়ে সরকার কোন হস্তক্ষেপ করেনি। মন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ঘুষ খাবেন, এতিমদের টাকা মেরে খাবেন আর বিচার হবেনা। এটা হবে না। গতকাল শনিবার বিকেলে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান বাশারুল আলম বাদশা’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বরকত ইবনে সালাম, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, আবু নাঈম প্রমুখ। সাবেশের আগে কৃষ্ণনগর ইউনিয়নে ২২ কোটি ৭ লাখ ৮৯ হাজার টাকার ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত