শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ এসআই মোহাইমিনুল ইসলাম

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ এসআই মোহাইমিনুল ইসলাম

ভোলা, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ভোলার দক্ষিণ আইচা থানার এসআই মোঃ মোহাইমিনুল ইসলাম বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উদ্ধারকারী এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার সকাল ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ সফিকুর রহমান এর থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

২৮ ভরি চোরাই স্বর্ন উদ্ধার, চোরাই মোটরসাইকেল সহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর জাকিরকে গ্রেফতার, অবৈধ মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদানের জন্য বরিশাল রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি মোঃ সফিকুর রহমান ও অতিরিক্ত ডিআইজি মোঃ আকরাম হোসেন ভোলার দক্ষিণ আইচা থানার এসআই মোঃ মোহাইমিনুল ইসলামকে শ্রেষ্ঠ উদ্ধারকারী এসআই হিসাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন।

এ সময় ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনসহ বরিশাল রেঞ্জের সকল পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিসেম্বর মাসে ২৮ ভরি চোরাই স্বর্ণউদ্ধার, চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর জাকিরকে গ্রেফতার, অবৈধ মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদানের মোঃ মোহাইমিনুল ইসলাকে এ সম্মাননা প্রদান করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ সফিকুর রহমান।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত