শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দুর্গাপুরে জন্ম নিবন্ধন করতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

দুর্গাপুরে জন্ম নিবন্ধন করতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

দুর্গাপুরে জন্ম নিবন্ধন করতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

দুর্গাপুর (নেত্রকোনা), ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোর বিরুদ্ধে, সরকারী গেজেট এর নির্দেশ অমান্য করে জন্মনিবন্ধন ফি বাবদ অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে আজ রবিবার সরেজমিনে গিয়ে জানাগেছে, সরকারি গেজেট এ নির্ধারিত ফি নিয়ে জন্মনিবন্ধন করতে চাচ্ছেন না প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদ।

এ নিয়ে ২নং দুর্গাপুর সদর ইউনিয়ন পরিষদ এর সচিব মোঃ মাজহারুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জন্মনিবন্ধনের ফি সম্পর্কে সর্বশেষ গেজেট প্রকাশিত হয় ৫ডিসেম্বর ২০১৭ তারিখে। সেখানে জন্ম নিবন্ধন সহ নাম পরিবর্তন ও অন্যান্য কাজের ফি বাবদ ৫০ টাকা ধার্যকরা হয়। আমরা অতিরিক্ত কোন টাকা নেই না, তবে বয়স পরিবর্তন এর ক্ষেত্রে এভিডেভিট বাবদ অতিরিক্ত ৬০০-৭০০ টাকা খরচ হয়, বর্তমানে অতিরিক্ত খরচ না দেয়ায় আমরা এ কাজটি বন্ধ রেখেছি।

গোপালপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক আদিবাসী মহিলা বলেন, এভিডেভিট এর কথা বলে প্রতিটি জন্মনিবন্ধন বাবদ সকলের কাছ থেকে ১২০০-১৫০০ টাকা নিচ্ছে, ইউনিয়ন সচিবদের অতিরিক্ত টাকা নেয়ার কথা জিজ্ঞাসা করলে, এভিডেভিট করতে খরচ লাগবে বলে স্পষ্ট জানিয়ে দেয়, আমরা কোর্ট ও উকিলের ঝামেলা এড়াতে নিরুপায় হয়ে এ টাকা পরিশোধ করেই জন্মনিবন্ধন করছি।

এলাকার সুধি মহলের প্রশ্ন, যেখানে গেজেটে রাষ্ট্রপতির আদেশক্রমে ৫০ টাকা নেয়ার কথা স্পষ্ট লেখা রয়েছে, সেখানে কেন তা মানা হচ্ছেনা। এ বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ বলেন, বিষয়টি আমিও শুনেছি, খতিয়ে দেখে এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত