![মুন্সীগঞ্জে পাসপোর্ট সেবা সপ্তাহ দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/04/mela_abnews_124195.jpg)
মুন্সীগঞ্জ, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ‘পাসপোর্ট নাগরিক অধিকার নিঃস্বার্থ সেবাই অঙ্গিকার’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জেও পালিত হচ্ছে পাসপোর্ট সেবা সপ্তাহ -২০১৮।
পাসপোর্ট সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে আজ রবিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হালিমা খাতুনের সহযোগিতায় এ কার্যক্রম পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাসপোর্ট অফিস পরিদর্শন কালে মাননীয় সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস পাসপোর্ট করতে আসা খান এ সালাম এর এক প্রশ্নের উত্তরে বলেন, আজ থেকে ২০ বছর পূর্বে পাসপোট অফিসের যে অবস্থা ছিল তার তুলনায় বর্তমান অবস্থা খুবই ভাল। পাসপোর্ট অফিসের সেবাও ভাল।
তিনি নিজের পাসপোর্ট করার বিষয়টি উল্লেখ করে বলেন, আমরা যখন পাসপোর্ট করেছি তখন লাইন ধরে দীর্ঘ সময় দাড়িয়ে থাকতে হতো। আবার পাসপোট কবে দিবে কিভাবে পাব তারও কোন খবর সঠিকভাবে পাওয়া যেতো না।
পাসপোর্ট অফিসের সেবার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে পাসপোর্ট অফিস ৯০ শতাংশ সেবা সঠিকভাবে দিচ্ছে। বাকি ১০ শতাংশ হয়তোবা সমস্যা রয়েছে। আর দেশের প্রতিটি জেলায়ই পাসপোর্ট অফিসের নিজস্ব ভবন হয়েছে। সেবার মান বৃদ্ধি পেয়েছে যা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।
জেলা প্রশাসক সায়লা ফারজানা পাসপোর্ট অফিস পরিদর্শনকালে পাসপোর্ট করতে আসা বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে পাসপোট অফিসের কর্মরত কর্মচারীদের সেবার বিষয়টি জানতে চান। জনগণ ঠিকমত সেবা পাচ্ছে কিনা বা পাসপোর্ট অফিসে কেউ কোন হয়রানির শিকার হচ্ছে কিনা এ সকল বিষয়ে খোজ খবর নেন এবং অফিসের কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম পরিদর্শন করেন।
মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গঠিত হেল্প ডেস্ক কর্তৃক জানা যায়, পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষে একটি অস্থায়ীভাবে হেল্প ডেস্ক গঠণ করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা কিভাবে পাসপোট করার জন্য আবেদন করবে, পুরাতন পাসপোর্টের জন্য কিভাবে আবেদন করবে, ফরম কিভাবে পুরণ করবে, কোথায় গিয়ে সহযোগিতা পাবে, পাসপোর্টের ফরমে সত্যায়ন করতে হবে কি-না এ সকল বিষয়ে সপ্তাহ ব্যাপি সেবা দিয়ে থাকবেন।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/এমসি