রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

দৌলতপুরে ইয়াবাসহ মহিলা গ্রেফতার

দৌলতপুরে ইয়াবাসহ মহিলা গ্রেফতার

দৌলতপুর (কুষ্টিয়া), ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে ইয়াবাসহ রেশমা চৌধুরী ওরফে বাসরী (৩২) নামে এক মহিলা ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সে স্থানীয় এমপি রেজাউল হক চৌধুরীর ভাতিজা এবং জেলা পরিষদ সদস্য ও দৌলতপুর মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান লোটন চৌধুরীর ছোট ভাই টোটন চৌধুরীর স্ত্রী।

আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউপির সোনাইকুন্ডি এলাকায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে টোটন চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তারা টোটনের স্ত্রী রেশমা চৌধুরীর ঘর থেকে ৫২ পিস ইয়াবাসহ রেশমাকে গ্রেফতার করে।

এলাকাবাসী জানায়, ক্ষমতার দাপট দেখিয়ে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা সহ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক তাদের ছাড় দেয়ার কোনো সুয়োগ নেই।

এবিএন/জহুরুল হক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত