![বাগমারায় এনামুল হক কর্তৃক প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/04/onadan_abnews_124211.jpg)
বাগমারা (রাজশাহী), ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের তহবিল হতে চেক পাওয়া গরীব, দুস্থ ও অবহেলিত মানুষের জন্য আর্শিবাদ স্বরূপ। শেখ হাসিনা সবার জন্য কাজ করে যাচ্ছেন।
আজ রবিবার সকালে উপজেলার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়নে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু এলাকার উন্নয়নেই কাজ করেন না। তিনি সব সময় দেশের অবহেলীত, দিন মজুর, খেটে খাওয়া, গরীব-দুঃস্থ, অসহায় মানুষের পাশে আছেন। এছাড়াও আগামী নির্বাচনে সবাইকে নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা আ.লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাসুপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার লুৎফর রহমান, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মরিয়ম বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সাংগনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, চেয়ারম্যান আনোয়ার হোসেন, আসলামআলী আসকান, জেলা পরিষদ সদস্য নারগীস বেগম, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য বকুল খরদী, হাচেন আলী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহীনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন খাতুন প্রমুখ।
পরে প্রধান অতিথি উপজেলার ১৫ জন গরীব, দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান হতে ৪ লাখ টাকার চেক বিতরণ করেন।
এবিএন/জুয়েল/জসিম/এমসি