শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বড়াইগ্রামে ২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

বড়াইগ্রামে ২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

বড়াইগ্রাম (নাটোর), ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিনা খাতুন তাদের শপথ বাক্য পাঠ করান। মাঝগাঁও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলীম প্রথম নির্বাচিত হয়ে এবং জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ পূনঃনির্বাচিত হয়ে ওই শপথ গ্রহণ করেন।

এদিকে একই সময় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আনোয়ার পারভেজ দুটি ইউনিয়নের ১৮জন সাধারণ সদস্য এবং ৬জন নারী সদস্যকে শপথ পাঠ করান। এরআগে গত ২৮ ডিসেম্বর নির্বাচনে পাঁচ নং মাঝগাঁও ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে অধ্যাপক আব্দুল আলীম ২ হাজার ৪৭২ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ৮ হাজার ২৫৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের তৎকালীন চেয়ামন্যান খোকন মোল্লা পেয়েছিলেন ৫ হাজার ৭৮৪ ভোট ।

অপর প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে জাসদের মহিবুর রহমান পেয়েেিলছন ৫ হাজার ৫০৭ ভোট। এক নং জোয়াড়ী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে তৎকালীন চেয়ামন্যান চাঁদ মাহমুদ পুনরায় ১ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ১২ হাজার ৭১। তার প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে আলী আকবর পেয়েছিলেন ১০ হাজার ৭১ ভোট। সীমানা সংক্রান্ত জটিলতায় উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়ন এবং বনপাড়া পৌরসভার নির্বাচন ছিল। নির্ধারিত সময়ের প্রায় দেড় বছর পরে উচ্চ আদালত থেকে জটিলতা নিরসনের পর এই দুটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হলো।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজ্জাকুল ইসরাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ড. চিত্রলেখা নাজনীন, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন, জেলা বিএনপির সেক্রেটারী আমিনুল হক, বনপাড়া পৌর বিএনপির সভাপতি অধ্যাপক লুৎফর রহমান প্রমূখ।

এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত