![ফরিদপুরে পাসপোর্ট অফিসের সেবা সপ্তাহ শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/04/abnews-24.bb_124222.jpg)
ফরিদপুর, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নি:স্বার্থ সেবাই অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে । আজ রবিবার বেলা সাড়ে ১১টার সময় জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা ফিতা কেটে ও বেলুন উঠিয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন ।
পরে পাসপোর্ট অফিসে সম্মেলন কক্ষে উপ-সহকারি পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তাফা, অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা ।
বক্তরা বলেন, আমাদের সকলকে আরো আন্তরিক হয়ে পাসপোর্ট অফিসে আসা সেবাগ্রহীতাদের শতাভাগ সেবা নিশ্চিক করতে হবে । এক জন ব্যক্তিও যেনু সরকারের এই সেবা থেকে বঞ্চিত বা হয়রানী না হয়, সেদিকে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের লক্ষ্য রাখতে হবে ।
এবিএন/কে.এম. রুবেল/জসিম/তোহা