বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফরিদপুরে রুশ বিপ্লবের শতবর্ষ সংখ্যার প্রকাশনা উৎসব
সাহিত্য পত্রিকা ‘উঠোন’ এর

ফরিদপুরে রুশ বিপ্লবের শতবর্ষ সংখ্যার প্রকাশনা উৎসব

ফরিদপুরে রুশ বিপ্লবের শতবর্ষ সংখ্যার প্রকাশনা উৎসব

ফরিদপুর, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে সাহিত্য পত্রিকা উঠোণ বিশেষ সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে ফরিদপুর শহরের আলীপুরে সমকাল অফিস মিলনায়তনে এই আয়োজনের সহযোগীতায় ছিল সমকাল সহৃদ সমাবেশ। ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রকশনা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কলামিষ্ট সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যশিক্ষক লেখক ড. বিপ্লব বালা, উঠোণ সম্পাদক মফিজ ইমাম মিলন, প্রগতিশীল রাজনীতিক আবু সাঈদ মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ-ই-কবির খোকন, সিরাজুল আজম, সাংবাদিক পান্না বালা প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, সমকাল সুহৃদ উপদেষ্টা কবি পাশা খন্দকার, আসমা আক্তার মুক্তা, আবুল কাশেম, সচেতন নাগরিক কমিটির মুজিবুর রহমান, প্রবীন সাংবাদিক মুন্সী হারুন-অর-রশিদ, ফরিদপুর সুহৃদের সাধারন সম্পাদক কাজী সবুজ, সুহৃদ গোলাম মওলা মলি, নাঈম খান, রুহুল খান, রুবেল, রাসেল, অন্তরা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গণসংগীত পরিবেশন করেন প্রবীন সঙ্গীত শিল্পী অমল ঘোষ। অনুষ্ঠানের শেষে জসীম উদ্দীনের গান করেন লোক সঙ্গীত শিল্পী আইয়ূব আলী বয়াতী। এছাড়া অনুষ্ঠানের শুরুতে প্রায়ত কমরেড আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা কুব্বাত হোসেন, অধ্যক্ষ মোখলেসুর রহমান এবং বৃক্ষসখা দ্বিজেন শর্মা স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

প্রকাশনা উৎসব উপলক্ষে সমকাল ফরিদপুর অফিস চত্বরে মহান অক্টোবর বিপ্লবের সাথে সংশ্লিষ্ট সাথে পত্র-পত্রিকা, ছবি, হস্তশিল্প ও উপকরণের মনোজ্ঞ প্রদর্শনি করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি আবু সাঈদ খান তার বক্তব্যে বলেন, মহান এই বিপ্লবের আবেদন এখনো শেষ হয়ে যায়নি। এবং তা কোনদিনই শেষ হবার নয়। সমাজে যতদিন সুষম বন্টনের অভাব থাকতে ততদিন রুশ বিপ্লবের শিক্ষা নিয়ে মানুষ তার সংগ্রাম অব্যহত রাখবে। তিনি বলেন, ন্যায় বিচার যদি সত্য হয় তাহলে সমাজতন্ত্রও সত্য। আরএ সত্য যুগে যুগে মানুষকে সঠিক পথের দিক্ষা দিয়েছে। মহান স্বাধীণতা সংগ্রামের মধ্য দিয়ে বাঙ্গালী জাতি যে সংবিধান পেয়েছে তার অন্যতম ভিত্তিও সমাজতন্ত্র। তাই আমাদের জাতীয় পরিকল্পনার ভিত্তি হওয়া উচিৎ সমাজতান্ত্রিক অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি নয়।

আবু সাঈদ খান বলেন, অক্টোবর বিপ্লবের পর সারা পৃথিবীর সিংহভাগ এলাকায় এর প্রভাব পড়ে এবং নানা জাতি গোষ্ঠির মানুষ এই বিপ্লবের সুফল ভোগ করে। আমাদের দেশের রাজনীতি অক্টোবর বিপ্লব বদলে দিতে না পারলেও আমাদের সাহিত্যে এর প্রভাব ছিল উল্ল্যেখ করার মতো। সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে মহান এই বিপ্লবের মূল শিক্ষাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

এবিএন/কে.এম. রুবেল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত