সোনাগাজী (ফেনী), ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে রোববার সকালে পাঁচ শতাধিক গরীব রিক্সা শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলনের সভাপতিত্বে ও ইউপি সচিব মো. আবদুল হালিমের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহজাহান, সোনাগাজী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন,যুবলীগ নেতা শেখ মজিবুর রজমান, স্বপন,স্বেচ্চাসেবকলীগ নেতা শফিকুর রহমান,জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বাদল, চরচান্দিয়া ইউনিয়নের সভাপতি জীবন মিয়াজী প্রমুখ।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা