![কলাপাড়ায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/04/potuakhali_abnews24_124232.jpg)
কলাপাড়া (পটুয়াখালী), ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজ রবিবার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে ২ দিন ব্যাপী আন্ত:প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মো.শাহ সুজা উদ্দিন জানান, গতকার শনিবার সকাল ১০ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে আন্ত:ইউনিয়ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আ. মোতালেব তালুকদার।
ইউপি চেয়ারম্যান এ্যাড. নাসির উদ্দীন মাহামুদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সুলতান মাহামুদ, উপজেলা শিক্ষা অফিসার মনিলাল সিকদার, আ’লীগ নেতা আ. রহমান তালুকদার প্রমুখ। শ্রেনীভেদে ৪৮টি পদে স্কাউটিংসহ মোট ১৫০ টি পুরস্কার প্রদান করা হয়। তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা ইউনিয়ন পরিষদের সাথে যৌথভাবে স্থানীয়দের সহযোগিতায় সফল ভাবে অনুষ্ঠানটি করতে পেরেছি এতে সম্ভাব্য ব্যায় হয়েছে অর্ধলক্ষ টাকা।
এবিএন/তুষার হালদার/জসিম/তোহা