![মাদারীপুরে ট্রাক চাপায় আহত ৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/04/abnews-24_124241.jpg)
মাদারীপুর, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : মাদারীপুর –শরিয়াতপুর মহাসড়কে ট্রাকের নিচে পিষ্ট হয়ে জুলহাস শিকদার (৩০) ও মিলন (৩০) নামে দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর হয়েছেন। এ ঘটনায় আরো দুটি ইজিবাইকের সাথে ট্রাকটির ধাক্কা লাগে এতে চালকসহ আরো ৬জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১২টার দিকে জেলার পৌরশহরের পুরাতন কোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতাক্ষ্যদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, শহরের ফেরিঘাট চৌরাস্তা এলাকা হইতে স্থানীয় বালুবোঝাই স্থানীয় একটি ট্রাক সাতক্ষীরা (ড-১১-০০১১) অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে (গাজীপুর হ-১১-১১৬৬) রং সাইডে গিয়ে রাস্তার পাশে দেওয়ালের সাথে পিষ্ট করে দুজন আরোহীসহ মটরসাইকেলটি দুমরেমুর্চে যায় এবং যাত্রী বোঝাই দুটি ইজিবাইকের সাথে ট্রাকটির ধাক্কা লাগে এতে কম পক্ষে আরো ৬ জন আহত হয়।
আহতদের মধ্যে মটরসাইকেল আরোহী দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডা. ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরন করে। অন্য আহতদের মাদারীপুর সদরহাসপাতালে ভর্তিকরা হয়। তবে ট্রাকের ড্রাইভার আমির বেপারী শুকৌশলে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার জানান, দুপুরে পুরাতন কোট এলাকায় একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা ও ইজিবাইককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুই আরোহী জুলহাস ও মিলনসহ আটজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক আমির বেপারী পালিয়ে যায়।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা