শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা

সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা

সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা

নীলফামারী, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : সারা দেশের প্রত্যেক উপজেলায় পাখি ও পশুর আবাসস্থল হিসেবে প্রাকৃতিক অভয়াশ্রম সৃষ্টির উদ্দ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পাখি ও প্রকৃতি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের উদ্দ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।শোভাযাত্রায় সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও সৈয়দপুর পৌরসভা মেয়র আমজাদ হোসেন সরকার নেতৃত্ব দান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাবেক ছাত্র নেতা এম এ রবি, মাওয়া ট্রাভেলসের প্রোঃ মমিনুল ইসলাম মিঠু।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিআরপি মোড়ে এসে শেষ হয়। পরে স্মৃতি অম্লান চত্বরে সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) পরিমল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজির হোসেন, বিবিসিএফ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, দিনাজপুর কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুদ্দিন আকতার, সেতুবন্ধনের উপদেষ্টা রইজ উদ্দিন রকি, শাহজালাল ব্যাংক লিঃ ঠাকুরগাঁও ব্রাঞ্চ ম্যানেজার জিএম কামরুল ইসলাম, সাপ্তাহিক মানবসমস্যার বার্তা সম্পাদক শাহবাজ উদ্দিন সবুজ প্রমুখ। বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) সেতুবন্ধনে এ আয়োজনে সহযোগী ছিল। শেষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন প্রকৃতিক বিষয়ক স্লোগানে ১৫টি বিলবোর্ড সেতুবন্ধনের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য পাখি ও প্রকৃতি বাঁচানোর আহবান জানিয়ে ২০১২ সাল হতে নীলফামারীর সৈয়দপুরে গাছে গাছে কলস লাগিয়ে আসছে সেতুবন্ধন। সংগঠনটির লাগানো এসব কলসে পাখি নির্ভয়ে বসবাস ও বংশবিস্তার করে আসছে। ২০১৬ সালে পাখি সংরক্ষনে সম্মাননাও পেয়েছি সেতুবন্ধন। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, সাইকেল র‌্যালী, উঠান বৈঠক, স্কুলে স্কুলে ক্যাম্পেইন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত