শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • যুবমহিলা লীগ নেত্রীর উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

যুবমহিলা লীগ নেত্রীর উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

যুবমহিলা লীগ নেত্রীর উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুরে ঘুষের টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও তার দলবল কর্তৃক যুবমহিলা লীগ নেত্রীকে নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কয়েক শত নারীরা। আজ রবিবার সকালে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কালে উপস্থিত র্নিযাতিত পরিবারের পক্ষ থেকে রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলালীগ নেত্রী (কথিত বিন্দুমাসি) আফরো আক্তার লাইজুসহ তার ক্যাডার বাহিনির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন ও গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজাপুর উপজেরা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু যুবমহিলা লীগ নেত্রী ডলি আক্তারের ছোট ভাই আল-আমিন খানকে স্থানীয় পুখরিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ সালে চার লাখ টাকা নেন। পরে আল আমিনের পরিবর্তে অন্য একজনেকে চাকরি দেয়া হয়। পরবর্তীতে ওই টাকা ফেরত চাইলেও টাকা দিতে অস্বীকার করেন আফরোজা আক্তার লাইজু এবং গত বৃহস্পতিবার দুপুরে ক্ষিপ্ত হয়ে লাইজু দলবল নিয়ে ডলি আক্তারের বাইপাস সড়কের বাসায় গিয়ে তার ওপর হামলা চালায়।

আহত অবস্থায় ডলি রাজাপুর থানায় জানানোর জন্য ছুঁটে আসলে পুলিশের সামনে আফরোজা আক্তার লাইজুর নেতৃত্বে উপজেলা আওয়ামী মহিলালীগ সহসভাপতি ও রাজাপুর সদর ইউপি সদস্য (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) নাজমা ইয়াসমিন মুন্নি, মহিলালীগ সাংগঠনিক সম্পাদক ও রাজাপুর সদর ইউপি সদস্য (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) নাজমুন্নাহার নিরু, রোজিনা, তারেক মেম্বারসহ তার দলবল পুনরায় ডলিকে বেধরক মারধর করায় গুরুত্বর আহত হয়। বর্তমানে ডলি আক্তার বরিশাল শের ই বাংলা হাসপাতালে গাইনে ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

মানববন্ধনে ডলির মা বকুল বেগম, ননদ শিরিন সুলতানা, ভাবি মরিয়ম বেগম, নারিন আক্তারসহ শতাধিক নারী অংশগ্রহন করেন। এছাড়াও তাদের সাথে গোলম ফারুখ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক জুলফিকার আলীসহ তাদের সহযোগিতায় বহু মানুষ উপস্তিত ছিলেন।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত