![বাগমারায় এমপি’র ইজিবাইক সোলার প্যানেল স্টেশন পরিদর্শন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/04/mp_abnews_124259.jpg)
বাগমারা (রাজশাহী), ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহীর বাগমারা উপজেলায় ইজি বাইক সোলার প্যানেল স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
গতকাল শনিবার তিনি উপজেলার সাঁকোয়া শিকদারীতে নির্মানাধীন ইজি বাইক সোলার প্যানেল স্টেশনটি পরিদর্শন করেন। উপজেলায় এই সোলার প্যানেল স্টেশন নির্মাণের ফলে অল্প সময়ের মধ্যে ব্যাটারি চালিত যানবাহন চার্জ করতে পারবে। অন্যদিকে ব্যাটারি চালিত এ সকল যানবাহন চার্জ করতে বিদ্যুতের দরকার হবে না। ফলে বিদ্যুতের যে পরিমান চাহিদা তা অনেকাংশে কমে যাবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার লুৎফর রহমান, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য বকুল খরদী, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মরিয়ম বেগম, সালেহা-ইমারত কোল্ড স্টোরেজের কর্মকর্তা সাজ্জাদ হোসেন জুয়েল, মাসুম প্রমুখ।
এবিএন/জুয়েল/জসিম/এমসি