![কিশোরগঞ্জে আন্ত:প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/04/abnews-24.bbbbbbbbbb_124267.jpg)
কিশোরগঞ্জ, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের এস আই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার থেকে ইউনিয়ন পর্যায়ে দুইদিন ব্যাপী আন্ত:প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গোয়ালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাছির উদ্দিন এর সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সুদক্ষ সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল বাশার মৃধা।
অনুষ্ঠানে ইউনিয়নের ধলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়। সূত্র জানায় সাংস্কৃতি ও খেলাধুলায় মোট ৫২ টি ইভেন্টে বিভিন্ন শিশুরা তাদের ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে। ক্রীড়ানুষ্ঠানে স্থানীয় অভিবাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারি শিক্ষক মো. আমিনুল ইসলাম ।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা